ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সেনাবাহিনী রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়েছে : এইচআরডব্লিউ

বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬ , ১২:১৯ পিএম


loading/img

মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

সংস্থাটি জানায়, রোহিঙ্গাদের ঘরবাড়িতে আগুন দেয়ার সময় সেনাবাহিনী সেখানে উপস্থিত ছিলো। এর আগেও মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে প্রমাণ প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ। তবে বরাবরের মতো এবারো এ অভিযোগ অস্বীকার করছে মিয়ানমার সরকার।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের পরিচালক ব্যাড অ্যাডাম জানান, সেনাবাহিনীর সদস্যরাই রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। মিয়ানমার সরকারের অস্বীকৃতি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছে মিয়ানমার সরকার।

এফএস/ জেএইচ

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |